রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায় ভাসানচ‌রে যে‌তে চাই‌লে কো‌নো আপ‌ত্তি নেই ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ)। একইস‌ঙ্গে জা‌তিসং‌ঘের আপ‌ত্তি না থাকার বিষয়‌টি‌ও প্রাধান্য দেন ইইউ।

বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে ডিক্যাব টক অনুষ্ঠানে রো‌হিঙ্গা‌দের ভাসানচ‌রে স্থানান্ত‌রের বিষ‌য়ে এমন অ‌ভিমত দেন ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের ছয় রাষ্ট্রদূত।

ইইউর রাষ্ট্রদূত রেনসে তিরিংক বলেন, 'ভাসানচরের বিষয়ে জাতিসংঘের টেকনিক্যাল কমিটি মূল্যায়ন না করা পর্যন্ত সেখানের পরিস্থিতি নিয়ে আগাম মন্তব্য করবে না ইউরোপীয় ইউনিয়ন।'

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়াজ তার প্র‌তি‌ক্রিয়ায় জানান, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। 

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন, ভারত ও আইসিসহ আসিয়ান দেশগুলোর সবাই সক্রিয় হতে হবে বলে মন্তব্য করেন ইউরোপের রাষ্ট্রদূতরা।

‌বিজ‌য়ের মা‌সের শুরুর দি‌ন দ‌শে‌কের ম‌ধ্যে রো‌হিঙ্গা শরণার্থী‌দের প্রথম দল‌কে ভাসানচ‌রে পাঠা‌তে চায় সরকার। দিনক্ষণ ঠিক না করা হ‌লেও প্রত্যাবাসন প্র‌ক্রিয়ার স‌ঙ্গে জ‌ড়িত কর্মকর্তারা বল‌ছেন, তা‌দের সব ধর‌নের প্রস্তু‌তি র‌য়ে‌ছে। সরকা‌রের সবুজ সং‌কে‌তের অ‌পেক্ষায় র‌য়ে‌ছেন তারা।

এ‌দি‌কে রো‌হিঙ্গা‌দের ভাসানচ‌রে পাঠা‌নোর বিষ‌য়ে এক বিবৃ‌তি দি‌য়ে‌ছে জা‌তিসংঘ। সংস্থা‌টি বল‌ছে, রো‌হিঙ্গা‌দের ভাসানচ‌রে পাঠা‌নো নি‌য়ে তা‌দের কাছে তথ্য ও এ বিষ‌য়ে তা‌দের কো‌নো সং‌শ্লিষ্টতা নেই।

অনুষ্ঠা‌নে স্পে‌নের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি অ্যাসেস বেনেতেজ সালাস, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা ও সুই‌ডে‌নের রাষ্ট্রদূত আলেক্সন্দ্রা বার্গ ভন লিন্ডেও বক্তব্য রা‌খেন।

এনআই/এসএম