সাদমান সাকিফ ওরফে রাফি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) শিক্ষার্থী সাদমান সাকিফ ওরফে রাফি (২৩) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাদমানের মা মনোয়ারা হোসেন ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯১৭।

জিডিতে বলা হয়, ১৩ জানুয়ারি সকালে সাদমান কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাসায় ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ।

পরিবার বলছে, ১৩ জানুয়ারি সাদমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মালয়েশিয়া থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসেন। তবে করোনা পরিস্থিতির কারণে আর ফিরতে পারেননি। নিখোঁজের আগে সাদমানের পরনে ট্রাউজার ও হুডি ছিল।

ভাটারা থানার এসআই ও জিডির তদন্ত কর্মকর্তা মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'তদন্ত চলছে, তাকে খোঁজার চেষ্টা চলছে।'

সাদমানের বিষয়ে তার মা পুলিশকে জানান, ২০২০ সালের নভেম্বর থেকে সে মাঝে মধ্যে কিছু একটা বিষয়ে চিন্তিত ছিল। নভেম্বরে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া হয়।

সাদমানের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। তিন বছর আগে মালয়েশিয়ার এপিইউতে ভর্তি হন তিনি। 

এআর/ওএফ