মালদ্বীপ পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক

মালদ্বীপে কর্মরত বাংলাদেশিরা যাতে দ্রুত পুলিশ রিপোর্ট পায় সেজন্য দেশটির পুলিশ সার্ভিস কমিশনারের সহযোগিতা চেয়েছেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) মালদ্বীপ পুলিশ কমিশনারের কার্যালয়ে মালদ্বীপ পুলিশ সার্ভিস কমিশনার মোহামেদ হামীদের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান। এ সময় বাংলাদেশের হাইকমিশনার এই সহযোগিতা কামনা করেন।

বৈঠকে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই ভাতৃপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

পুলিশ কমিশনার দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশী কর্মীদের অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি দেশটির আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন।

এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্রতিককালে কিছু সংখ্যক প্রবাসী মাদক ব্যবহার ও পরিবহনসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কমিশনার বাংলাদেশি দূতকে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম হতে প্রবাসীদের বিরত রাখার বিষয়ে দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ১২ জানুয়ারি মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গাফোর মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশি দূত। সেদিনের বৈঠকেও দেশটির পররাষ্ট্র সচিবকে বাংলাদেশিদের কম সময়ে পুলিশি রিপোর্ট পাওয়ার ব্যাপারে অনুরোধ করেন হাইকমিশনার নাজমুল হাসান।

ভারত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা ৪ লাখ। দেশটিতে প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন। তাদের বেশিরভাগই দেশটির নির্মাণশিল্পে কাজ করছেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, মহামারির কারণে গত ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ে ৩ লাখ ২৬ হাজার ৭৫৮ জন প্রবাসী কর্মী দেশে ফিরেছেন। এরমধ্যে মালদ্বীপ থেকে ফেরত এসেছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি কর্মী।

এনআই/এইচকে