শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও এবার যোগ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। এতে তাপমাত্রাও কিছুটা কমে যাবে। এছাড়া সূর্যের দেখা মিলবে দিনের মধ্যভাগে। তবে আগামী ২/৩ দিনে তাপমাত্রা বেশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দেশের ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১২ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল।

দিনের মধ্যভাগ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা থাকবে। বিশেষ করে রংপুর, বরিশাল, খুলনা, ঢাকাসহ বিভিন্ন বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। আর বাতাসের আদ্রতা ছিল ৭৯ ভাগ। নদী ও আশপাশ এলাকা ঘন কুয়াশায় মোড়ানো থাকবে।

এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে উত্তরবঙ্গের সাধারণ মানুষদের স্বাভাবিক জীবন যাপন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের বেশ কষ্ট পোহাতে হচ্ছে। কর্মজীবী মানুষেরাও শীত আর কুয়াশায় ভোগান্তিতে পড়েছে।

একে/ওএফ