পরিবেশের সভাপতি সাবের, সমাজকল্যাণে মেনন
জাতীয় সংসদে ৬টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার সরকারি দলের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রস্তাবে সংসদ সদস্যদের কণ্ঠভোটে কমিটিগুলো পুনর্গঠন করা হয়।
সংসদ নেতার অনুমতিক্রমে সংবিধানে ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬ বিধি অনুসারে ২৪৭ ও ২৪৮ বিধিতে বার্ণিত কমিটি নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য সংসদ সদস্যগণের সমন্বয়ে কমিটি পুনর্গঠন করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাবের হোসেন চৌধুরী। সদস্য হিসেবে উপমন্ত্রী হাবিবুন নাহার, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার রয়েছেন।
বিজ্ঞাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মির্জা আজম। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, যশোর-৪ আসনের সংসদ সদস্য রঞ্জিত কুমার রায়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য বেগম শাহীনা আক্তার, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মোমিন মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার, তামান্না নুসরাত বুবলী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান সদস্য পদে রয়েছেন।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রমেশ চন্দ্র সেন। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরন্নবী চৌধুরী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী সদস্য পদে রয়েছেন।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শামসুল হক টুকু। কমিটির সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য আফসারুল আমীন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু, খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমানা আলী সদস্য পদে রয়েছেন।
সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাশেদ খান মেনন। সদস্য হিসেবে রয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরমা দত্ত, শবনম জাহান ও কাজী কানিজ সুলতানা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
এইউএ/ওএফ