একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানী
বৃষ্টি... তবুও যেতে হবে গন্তব্যে: ছবি- সুমন
পূর্বাভাস আগেই ছিল। সকাল থেকে আবহাওয়াও ছিল তেমন। এরমধ্যে বেলা বাড়ার সঙ্গে আকাশ ভেঙে নেমে এল বৃষ্টি। ভিজিয়ে দিলো রাজধানী।
বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২টার কিছু সময় আগে রাজধানীতে একপশলা বৃষ্টি হয়। যা কিছু সময় স্থায়ী ছিল। এতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় 'অপ্রস্তুত' রাজধানীবাসীকে।
বিজ্ঞাপন
তবে বৃষ্টি হলেও আকাশের মেঘ কাটেনি। জমে থাকা মেঘ যেকোনো সময় আবারও ভিজিয়ে দিতে পারে মাঘের দুপুর।
আবহাওয়াবিদ ওমর ফারুক ঢাকা পোস্টকে জানান, সকাল থেকে ঢাকায় ০.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। এতে বাড়বে শীত।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকা ও জেলাগুলোতেও বুধবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। এতে তাপমাত্রা কিছুটা কমে যাবে। এছাড়া সূর্যের দেখা মিলবে দিনের মধ্যভাগে। তবে আগামী ২/৩ দিনে তাপমাত্রা বেশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় (সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল।
দিনের মধ্যভাগ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা থাকবে। বিশেষ করে রংপুর, বরিশাল, খুলনা, ঢাকাসহ বিভিন্ন বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
একে/এআর/জেডএস