চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সন্তোষপুর ও রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছে। তারা সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম ঢাকা পোস্টকে বলেন, সন্দ্বীপে নির্বাচনী সহিংসতায় আহত তিন জনকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম জানাতে পারেননি তিনি।

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে সন্তোষপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দারুল উলুম মাদরাসা কেন্দ্রে নৌকার প্রার্থী মহিউদ্দিন জাফর ও আনারস প্রতীকের ফজলুল করিমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া রহমতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ফরিদুর রহমান কিশোর এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সারিকাইত ইউনিয়নেও দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমদ ঢাকা পোস্টকে বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে কয়েকটি স্থানে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে চারটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি আটটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কেএম/এসএসএইচ