সংগৃহীত ছবি

শীত, কুয়াশা আর বৃষ্টি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে সাড়ে নয়টা নাগাদও দেখা নেই সূর্যের। সহসাই পরিবর্তন আসছে না আবহাওয়ার। আজও দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরে তাপমাত্রা আরও নিচে নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত দুইদিন সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়লেও, তা আবার কমতে শুরু করেছে। শৈত্যপ্রবাহের অবস্থা এখনও ঠিক ধারণা করা যাচ্ছে।

বৃষ্টির বিষয়ে এ আবহাওয়াবিদ বলেন, আজও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। ধারণা করা যাচ্ছে, কাল থেকে আবার দেশে বৃষ্টির সম্ভাবনা থাকবে না।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অফিস জানায়, দিনের মধ্যভাগ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় কুয়াশা থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, ঢাকাসহ বিভিন্ন বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি.। আর বাতাসের আদ্রতা ছিল ৭৯ ভাগ। নদী ও আশপাশ এলাকা ঘন কুয়াশায় মোড়ানো থাকবে।

গতকাল রাতে দেশের অধিকাংশ এলাকাতে কুয়াশার পরিমাণ কম দেখা গেছে। তবে শীতের তীব্রতা কোথাও কোথাও অনেক বেশি ছিল। এছাড়া অনেক এলাকাতেই এখনও দিনের আলোর দেখা মেলেনি। বছরের শুরুতে এমন আবহাওয়া পরিস্থিতি আবার এ মাসের শেষ দিকে দেখা যেতে পারে বলে মনে করছে আবহাওয়া অফিস।

একে/এমএইচএস