মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস। বুধবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাম চন্দ্র দাস ২০১৯ সালের ৩০ জুলাই পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসাবে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে বিসিএস নবম ব্যাচে সহকারী সচিব হিসাবে চাকরিতে যোগদান করেন।

পর্যটন করপোরেশনে যোগদানের আগে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি শরিয়তপুরের জেলা প্রশাসক ছিলেন।

২০১৫ সালে শরীয়তপুরে জেলা প্রশাসক থাকাকালীন সময়ে তিনি প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন।

কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছেন। এছাড়া তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন।

মাঠ প্রশাসনে তিনি যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলায় কাজ করেছেন। রাম চন্দ্র দাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকার ও শিল্পী । তিনি ৩টি কাব্য গ্রন্থের রচয়িতা।

রাম চন্দ্র দাস পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগ ও যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগে। তার জন্মস্থান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়।

এসএইচআর/ওএফ