বসবাস উপযোগী নগর গড়তে ২৯ ও ৩০ সেপ্টেম্বর ভার্চুয়াল কনফারেন্স
বসবাস উপযোগী নগর গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ইকোসিটি স্যাটেলাইট কনফারেন্স শীর্ষক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে। ইকোসিটি বিল্ডার্সের আমন্ত্রণে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে ভার্চুয়াল ইকোসিটি স্যাটেলাইট কনফারেন্স ২০২১ আয়োজন করতে যাচ্ছে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ, হেল্থ ব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, ইনস্টিটিউট অব ইনঞ্জিনিয়ারিং, ফুলচক ক্যাম্পাস, দিগোবিকাশ ইনস্টিটিউট এবং সোস্যাইটি অব এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স ইন নেপালের সম্মিলিত আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে আয়োজকদের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আয়োজকরা বলেন, দ্রুত ও অপরিকল্পিত নগরায়নের সঙ্গে সঙ্গে আমরা পরিবেশগত, স্বাস্থ্যগত ও সামাজিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি। একদিকে যেমন সামাজিক অসমতা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বাড়ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ সৃষ্টির সঙ্গে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যাও বেড়ে চলেছে। দেশে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে বহু মানুষ মানুষ শুধুমাত্র বায়ুদূষণের কারণে সৃষ্ট শ্বাসতন্ত্রের রোগজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞাপন
নগরে দূষণরোধ, হাঁটা ও সাইকেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন, পর্যাপ্ত মাঠ-পার্ক নিশ্চিতকরণ, সবার জন্য প্রবেশগম্যতা ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ, নগর এলাকার তাপমাত্রা হ্রাস, জীববৈচিত্র্য রক্ষা সর্বোপরি বাসযোগ্যনগর গড়ে তোলা গেলে জলবায়ু বিপর্যয়রোধে কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হবে। জলবায়ু বিপর্যয় সমগ্র বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভবিষ্যত প্রজন্মের জন্য এ পৃথিবীকে রক্ষা করতে হলে দ্রুত যথাবিধ উদ্যোগ গ্রহণ আবশ্যক।
তারা আরও বলেন, দুই দিনব্যাপী এই সম্মেলনে সংসদ সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পরিবেশবিদ, আইন বিশেষজ্ঞ, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশ ও নেপালের ৫০ জনের অধিক বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন ও অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকা, কানাডা, ভারত, ভুটান, ভিয়েতনাম, উগান্ডা, তানজানিয়া থেকে অতিথি আলোচকরা যুক্ত হবেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
সংবাদ সম্মেলনে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প কর্মকর্তা নাঈমা আকতার, হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার আঞ্চলিক পরিচালক দেবরা ইফরইমসন, নেপালের দিগোবিকাশ ইনস্টিটিউটের পক্ষে শ্যায়েল শ্রেষ্ঠা প্রমুখ।
এএসএস/ওএফ