সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপির গোয়েন্দা প্রধান এ কে এম হাফিজ আক্তার

রাজধানীর অনেক বাসা-বাড়িতে গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। তাই সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে বাসা-বাড়িতে নতুন কাজের বুয়া, মালি বা দারোয়ান নিয়োগ দিলেও তা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একাধিক টিম চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

গত বুধবার (২০ জানুয়ারি) পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার বলেন, সম্প্রতি রাজধানীর বাসা-বাড়ি ও দোকানের গ্রিল কেটে, জানালা কেটে বা ভেঙে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এধরণের ঘটনা কিছুটা বেড়ে পাওয়ায় ডিএমপি তৎপরতা বৃদ্ধি করেছে।

ডিএমপির ৩২টি টিম একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা লালবাগ বিভাগ রাজধানীর চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের থেকে হাইড্রোলিক কাটার, তালা ভাঙার রড, চাপাতি, ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা সবাই কামরাঙ্গীরচর থানা এলাকার বাসিন্দা। 

অন্যদিকে গোয়েন্দা মতিঝিল বিভাগ ডাকাতির প্রস্তুতিকালে বুধবার রাতে ৫ জনকে চাপাতি, চাকু ও ছোরাসহ গ্রেপ্তার করে।

গোয়েন্দা ওয়ারী বিভাগ চোরাই ৮৭০ কেজি বৈদ্যুতিক তারসহ শ্যামপুর এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা তেজগাঁও বিভাগ ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে ৫টি ছোরাসহ গ্রেফতার করে। এ চক্রের সদস্যরা হাতিরঝিল, গুলশান, বাড্ডাসহ আশপাশের এলাকায় যাত্রীবেশে রাত্রে ঘোরাফেরা করে সু-কৌশলে পথচারীদের ছোরার মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। সুযোগ বুঝে তারা বাসা-বাড়িতে ডাকাতি করে।

ডিবির অভিযানে উদ্ধার হওয়া সরঞ্জামাদি 

গোয়েন্দা উত্তরা বিভাগ ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা তেজগাঁও শিল্পাঞ্চল, নাখালপাড়া, নাবিস্কো, ফার্মগেটসহ নগরীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও দোকানের তালা, গ্রিল বা সাটার কেটে ভিতরে প্রবেশ করে মানুষকে জিম্মি করে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। 

গোয়েন্দা মিরপুর বিভাগের করা ডাকাতি মামলার আসামীদের শনাক্ত করে পল্লবী থানার বারণটেক এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ৩৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ৪টি মামলা হয়েছে।

হাফিজ আক্তার বলেন, ভাড়াটিয়া তথ্য ফরমের পূরণের জন্য ডিএমপি থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় বাসা-বাড়ির তথ্য হালনাগাদ করা হচ্ছে।

তিনি বলেন, আমরা সচেতনতা ও নিরাপত্তার জন্য অনুরোধ করছি। কোনও বাসায় দারোয়ান, মালি বা কাজের বুয়া নিয়োগ করা হলে তা যেন সংশ্লিষ্ট থানায় জানানো হয়। এছাড়া বাসা-বাড়ি পরিবর্তন করলেও থানায় জানাতে হবে।

সম্প্রতি বাসার দুর্বল দিকগুলো টার্গেট করে অপকর্মের কিছু ঘটনা ঘটছে। বাসার বাথরুম কিংবা কিচেনের পেছন দিকের গ্রিল কেটে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এক্ষেত্রে সচেতনতার জন্য বাথরুম বা কিচেনের দরজা লাগিয়ে রাখতে হবে। এছাড়া যাদের সামর্থ্য আছে তারা যেন বাসায় সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরার ব্যবস্থা রাখেন। যে বাড়ির গৃহকর্তা-গৃহকত্রী দুজনই চাকরিজীবী, তাদের বাসার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা খুবই উত্তম।

তিনি বলেন, অনেকেই আছেন যারা অপকর্মের ঘটনা ঘটলেও থানায় জানান না। এক্ষেত্রে নিজের পাশাপাশি নগরের অন্য বাসিন্দার নিরাপত্তাও বিঘ্নিত হয়। তাই অনুরোধ যেকোনও ধরনের অপকর্মের ঘটনা যেন সংশ্লিষ্ট থানায় জানানো হয়।

জেইউ/ওএফ