শুক্র-শনিবারও অভিযান চালাবে ডিএনসিসি
বৃহস্পতিবার মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানিয়েছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে মিরপুর ১১ নম্বরে শুক্র, শনিবারও অভিযান চালাবে সংস্থাটি।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বরে ও পল্লবীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানের শুরুতে অবৈধভাবে গড়ে তোলা কিছু দোকানমালিক বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা অভিযানের গাড়ির সামনে একত্রিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। দূর থেকে উচ্ছেদ অভিযান টিমের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন। একপর্যায়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফলে কিছু সময়ের জন্য বন্ধ থাকে উচ্ছেদ অভিযান। পরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সেখানে উপস্থিত হলে ফের উচ্ছেদ অভিযান শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আপনারা অবৈধ দখল থেকে নিজ দায়িত্বে সরে যান। কেউ ছাড় পাবেন না। আগেই ঘোষণা দিয়েছি, ডিএনসিসির আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনা ও খাল উদ্ধারে কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। আমরা আমাদের কাজ করে যাব, কাউকেই ছাড় দেব না।
বিজ্ঞাপন
এএসএস/এসআরএস