ঘন কুয়াশা: ঢাকায় ৫ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা সব ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তৌহিদ উল আহসান।
বিজ্ঞাপন
তিনি জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। সকাল ১০টায় কুয়াশা কিছুটা কমায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে শ্রীলঙ্কান এয়ারলাইনসের কলম্বো থেকে ঢাকাগামী একটি ফ্লাইট নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
এছাড়া শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম যায়। সোয়া ৯টার দিকে ওমান থেকে আসা ইউএস বাংলার আরেকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, ইউএস বাংলার দুটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করেছে। কুয়াশা কেটে গেলে ফ্লাইট দুইটি আবার ঢাকায় চলে যাবে।
এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ এবং ওমানের সালাম এয়ারের ফ্লাইট কুয়াশার কারণে সময়মতো ঢাকায় নামতে পারেনি।
এআর/এইচকে