শীতে উষ্ণতার খোঁজে আগুন পোহাচ্ছেন গ্রাম-বাংলার মানুষ

‘বাঘের গায়ে শীত’ লাগানো মাঘের শুরুই হয়েছিল শৈত্যপ্রবাহ দিয়ে। মাসটির সাত দিন পেরোলেও শীত কমার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার খবর দেওয়া সংস্থাটি বরং বলছে, দেশে শীত আরও বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলছে, গত দুদিনের তুলনায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশজুড়ে মধ্যরাত থেকে সারাদেশের প্রায় সবখানেই ঘন কুয়াশা দেখা যাবে। এছাড়া কমবে রাতের তাপমাত্রাও।

এদিকে, কাল সূর্যের দেখাও মিলবে বেশ দেরিতে। কোথাও কোথাও সূর্যের উঁকি মিলবে না দিনের মধ্যভাগ পর্যন্তও। শীতের সঙ্গে থাকবে হালকা বাতাস। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই।

সারাদেশের আবহাওয়া পরিস্থিতি ও আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসের তথ্য জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্ট-কে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গত কয়েকদিনের চেয়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। কিছু কিছু এলাকা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে মধ্য রাত থেকে দেশের অধিকাংশ স্থানে ঘন কুয়াশা দেখা দেবে।’

পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অধিকাংশ স্থানে দেখা দেবে ঘন কুয়াশা। কোথাও কোথাও মাঝারি কুয়াশাও থাকবে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগীয় শহরের মধ্যে ঢাকার টাঙ্গাইলে ১৫ দশমিক ২ ডিগ্রি, ময়মনসিংহে ১৫ ডিগ্রি, রাজশাহীতে ১০ দশমিক ৬ ডিগ্রি, রংপুরের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি, খুলনার চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৪, চট্টগ্রামের রাঙ্গামাটিতে ১৪ দশমিক ২ ডিগ্রি, সিলেটের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৯ ডিগ্রি এবং বরিশালে ১৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতির বিষয়ে বলা হয়েছে, তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া ৪৮ ঘণ্টার আবহাওয়ায় সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আর সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫১ শতাংশ।

জানা গেছে, এদিকে তীব্র শীতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক জীবনযাপন অনেকটাই ব্যাহত হয়েছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের বেশ কঠিন সময় পার করতে হচ্ছে। তবে জানুয়ারির পর থেকে শীতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপোসাগরে রয়েছে।

একে/এফআর