রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া রেলগেট এলাকায় ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মো. ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মনির ঢাকা পোস্টকে বলেন, নাখালপাড়া এলাকায় ভাইয়ের (ইসমাইল হোসেন) বাসা। সে বাসা থেকে বের হয়ে ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় ট্রেনে তার এক পা কাটা পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে একটি চাকরি করত, করোনায় চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ে।

তিনি আরও জানান, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। ভাই পূর্ব নাখালপাড়া, ৩৩৪/ডি নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার একটি সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/জেডএস