ঘন কুয়াশায় ব্যহত হচ্ছে সড়ক, নৌ ও আকাশপথের যোগাযোগ

ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা সহজেই কাটছে না। গত দুই দিনের তুলনায় তাপমাত্রা বেশ কমেছে। এমন পরিস্থিতি থাকতে পারে আরো ২-৩ দিন। এরপর তাপমাত্রা বেড়ে স্বাভাবিক হতে শুরু করবে দেশের আবহাওয়া পরিস্থিতি।

শনিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান। 

তিনি জানান, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে প্রায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। আগামী ২-৩দিন আবহাওয়া পরিস্থিতি এরকম থাকবে।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস । আর তিন জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি ও রাঙ্গামাটিতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর-উত্তর পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.। আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৫ শতাংশ।

ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশ পথে চলাচল ব্যাহত হচ্ছে।

একে/এসআরএস