আনসার আল ইসলামের পাঁচ সদস্য আটক
রাজধানীর রূপনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে উগ্রবাদী পুস্তিকা ও লিফলেট জব্দ করা হয়।
তবে প্রাথমিকভাবে আটকদের নাম পরিচয় জানায়নি র্যাব। শনিবার (২৩ জানুয়ারি) র্যাব-৪ এর সহকারী পরিচালক (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী ঢাকা পোস্টক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের কাছে গোপন সংবাদ আসে যে রাজধানীর রূপনগর এলাকায় আনসার আল ইসলামের সক্রিয় পাঁচ সদস্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করি। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে উগ্রবাদী পুস্তিকা ও লিফলেট জব্দ করা হয়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য দ্রুত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
এমএসি/ওএফ