করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৭৯৯
করোনায় মৃত এক ব্যক্তির জানাজা- ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ হাজার ৮৯ জনের মৃত্যু হলো।
একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৩৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৯ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮৪৫ জন।
বিজ্ঞাপন
সোমবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা য়য়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ২৪২টি। অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮২৮টি। এ পর্যন্ত ২৯ লাখ ৮৬ হাজার ৬৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯৯ জন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৯ শতাংশ এবং এ পর্যন্ত ১৬ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ০৯ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৪১৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৬৭৬ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ২৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭, খুলনা বিভাগে ৩ এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।
এফআর