শেখ রাসেল দিবস উপলক্ষে সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এসএফসি, আর্মি) কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কার্যালয়ের সভা কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন কার্যালয়ের সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা।  মঙ্গলবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা বলেন, ১৯৬৪ সনের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। শিশু রাসেলের জীবন শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এ সময় তিনি শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০০০ সাল থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য রাসেল স্মৃতি বৃত্তি চালু রয়েছে। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিলেন।

এসকেডি