বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কেক টাউনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) রাজধানীর রমনা সিদ্ধেশ্বরী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক বিস্কুট, পাউরুটি ও কেক পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) না নিয়ে কেক টাউনের খাদ্যপণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মাকসুদা রুনা। 

এসআই/এসকেডি