গাঁজাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

রাজধানীর দারুসসালাম এলাকায় ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত তিনটায় রাজধানীর দারুসসালাম থানাধীন হাজি আক্তার হোসেন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- আব্দুল জলিল (২৯), সাখাওয়াত (২৫) এবং আশরাফুল (২২)।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক রাজধানীর বিভিন্ন এলাকার ডিলারদের কাছে সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

জেইউ/এমএইচএস