কয়লা ও ফার্নেস অয়েলের ব্যবহার থেকে ২৩টি দেশ অব্যাহতি নিচ্ছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে ২৩টি দেশ এ ঐতিহাসিক অঙ্গীকার করে। 

কপ-২৬ থেকে জানানো হয়, কয়লা ও ফার্নেস অতিরিক্ত ব্যবহার জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। জীবাশ্ম জ্বালানি গ্রিনহাউজ গ্যাসের প্রধান উৎস। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে এসব জ্বালানির ব্যবহারের লাগাম টেনে ধরা জরুরি। জলবায়ু পরিবর্তনের কথা বিবেচনায় কয়লার ব্যবহার থেকে সরে আসার অঙ্গীকার করেছে ২৩টি দেশ।  

জানানো হয়, দ্রুত জলবায়ু পরিবর্তনের জন্য কয়লাকে দায়ী করা হয়। এ জন্য কয়লাভিত্তিক জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও মনোনিবেশ করবে দেশগুলো। 

ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মিশর, স্পেন, নেপাল, সিঙ্গাপুর, চিলি এবং ইউক্রেনসহ অন্তত ২৩টি দেশ কয়লা শক্তি পর্যায়ক্রমে বন্ধ করার নতুন প্রতিশ্রুতি দিয়েছে।

এসআর/এসকেডি