মিথ্যা ও জালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধভাবে নিয়ােগ ও পদোন্নতি নেওয়ার অভিযোগে দোহার পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মাে. মশিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাে. শহীদুল আলম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মাে. মশিউর রহমান সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হিসেবেও কর্মরত ছিলেন। অবৈধভাবে নিয়ােগ ও পদোন্নতি গ্রহণ করার অভিযোগে দুর্নীতি প্রতিরােধ আইন এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগ উত্থাপিত হওয়ার পর ২০১৫ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে তদন্ত করা হয়। ওই তদন্তেও তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। 

আরএম/এসকেডি