বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে ‘বঙ্গবন্ধু ওয়াল অব ফেম’ উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এটি উদ্বোধন ক‌রেন।

প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় জানায়, বঙ্গবন্ধু ওয়াল অব ফেমে শ্রম অভিবাসনের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ স্লোগানটি সন্নিবেশ করা হয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠা‌নে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান প্রমুখ।

মন্ত্রী ইমরান আহমদ বৃহস্পতিবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইমিগ্রেশন সেবা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেন।

এনআই/আরএইচ