সংগৃহীত ছবি

লাগাতার শীত আর কুয়াশার মধ্যে ফের শৈত্যপ্রবাহের শঙ্কা দেখা দিয়েছে। দেশের উত্তর থেকে শুরু হওয়া এ শৈত্যপ্রবাহ প্রায় সপ্তাহ জুড়ে থাকবে। তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানুয়ারির পুরো মাসই মাঝারি থেকে তীব্র শীতের মধ্যে কেটে যাবে। এ মাসের শেষ দিকে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে কবে থেকে শুরু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এ আবহাওয়াবিদ বলেন, এখন মূলত শীতের প্রকৃত সময়। মাঘ মাস চলছে। এ মাসে শীতের তীব্রতা বেশি থাকে। তবে গত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সময়ে বৃষ্টির দেখা পাওয়া গেছে। এবার এখন পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা দেখা যায়নি। মূলত আবহাওয়ার গতি পরিবর্তন যেকোনো সময়ে হতে পারে।

সংগৃহীত পুরাতন ছবি

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে দেখা গেছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া অন্যান্য অঞ্চলে ১০ এর উপরে রয়েছে তাপমাত্রা। তবে আগামীকাল থেকে আবার কমতে পারে তাপমাত্রা। এভাবে তাপমাত্রা কমতে কমতে শৈত্যপ্রবাহে রূপ নেবে। হয়তো পরশু থেকে বয়ে যেতে পারে।

মাঘ মাসের মাঝামাঝি সময় এখন। এ সময়ে শীতের দাপটে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং শীতের দাপটে মানুষের জবুথবু অবস্থা। স্বাভাবিক জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের খুব বেশি সমস্যা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশের অধিকাংশ জায়গায় ১২ ডিগ্রি থেকে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। এ থেকে বোঝা যাচ্ছে শীতের দাপটের চিত্র।

সংগৃহীত পুরাতন ছবি

আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের এ তাপমাত্রা পরিবর্তনের কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না আবহাওয়া অফিস। তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে বলছে, সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় আরও কমতে পারে রাতের তাপমাত্রা।

খুলনা বিভাগে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ। বাতাসের গতি কিছুটা পরিবর্তন হয়ে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি. বেগে রয়েছে।

একে/এইচকে