‘৫ বছরে এক লাখ ৬২ হাজার কোটি টাকা লাপাত্তা’
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকের রপ্তানি আয়ের তথ্যে গরমিলের অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমের খবরের প্রসঙ্গ টেনে এ অভিযোগ তোলেন।
বিজ্ঞাপন
ফখরুল ইমাম বলেন, ইপিবির হিসেবে গত ৫ বছরে রপ্তানি আয়ের পরিমাণ একশ বিলিয়ন ডলার। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য রপ্তানি আয় ৮০ বিলিয়ন ডলার। ইপিবির তুলনায় বাংলাদেশ ব্যাংকের ২০ বিলিয়ন ডলার কম। এ হিসেবে ৫ বছরে লাপাত্তা হয়েছে এক লাখ ৬২ হাজার কোটি টাকা। রাষ্ট্রের এ বিপুল পরিমাণ অর্থ কোথায় আছে। আদৌ আছে কী না তা জানেন না নীতিনির্ধারকেরা। বাংলাদেশ ব্যাংক আর ইপিবির রপ্তানি আয়ের এ গরমিলের টাকায় ৬টি পদ্মা সেতু নির্মাণ করা যাবে।
তিনি বলেন, দেশে সম্পদশালীদের সংখ্যা বেড়েছে। দেশে ধনীদের আয় যেভাবে বাড়ছে দরিদ্রদের সেভাবে বাড়ছে না। এর ফলে আয় ব্যবধান তৈরি হচ্ছে। দেশে বর্তমানে ৩ কোটি ৭০ লাখ মানুষ দরিদ্র। প্রায় দুই কোটি অতিদরিদ্র।
বিজ্ঞাপন
এ সময় রাজস্ব ব্যবস্থা সংস্কারের প্রস্তাব করেন এই সংসদ সদস্য।
সরকারকে কিছু বিষয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন শোনা যাচ্ছে বিদ্যুত কেন্দ্রে কয়লা ব্যবহার করা হবে না। তাহলে এতদিন এত আন্দোলন চললো কেন? এর অর্থদণ্ড কত?
ফখরুল ইমাম বলেন, চীনের সঙ্গেহ ২৭টি সমঝোতা স্মারকে সাড়ে ৩৭ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা এসেছে। বাস্তবে এর সামান্য বাংলাদেশে এসেছে। কত এসেছে তা জানতে চাই। দেশের বিভিন্নখাতে দুর্নীতির বিরাট অভিযোগ উঠেছে। বৃহৎ প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কী না তা জানতে চাই।
প্রশ্ন রেখে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে প্রস্তাবিত ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে রপ্তানি আয়ে ৪০ বিলিয়ন ডলার যুক্ত হবে কী না? এর মধ্যে সরকার চীন-ভারতের কোনো টানাপোড়েনের আশঙ্কা করছে কী না?
একাদশ জাতীয় সংসদের একাদশ ও ২০২১ সালের প্রথম অধিবেশন মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টা ৩৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়।
এইউএ/এসএম