তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ব্যালট পেপার পাঠানোর নির্দেশ ইসির
প্রতীকী ছবি
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভিএম নয়, ব্যালট পেপারের মাধ্যমে হবে এ ধাপের নির্বাচনগুলো। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়। আদেশে নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে ইসি।
বিজ্ঞাপন
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে তিনজন, সংরক্ষিত কাউন্সিলর পদে নয়জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন নির্বাচিত হয়েছেন। বর্তমানে এ ধাপের পৌর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজার ৩৪৪ জন।
এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, প্রার্থিতা প্রত্যাহারের পর তিনটি পদে চূড়ান্ত লড়াইয়ের জন্য রয়েছেন মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ২২৯ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৩৬০ জন।
বিজ্ঞাপন
তিনি বলেন, তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কুমিল্লার লাকসাম ও বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার চার ধাপে পৌরসভা নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়। পরের ধাপে ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় ভোট হয়। চতুর্থ ধাপে মোট ৫৭টি পৌরসভায় ভোটগ্রহণ হবে ১৪ ফেব্রুয়ারি।
এসআর/এমএইচএস