সরকারকে উপহার হিসেবে দুই লাখ ডোজ করোনার টিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

মঙ্গলবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে এ টিকা হস্তান্তর করা হয়। এগুলো চীনের সিনোফার্মের টিকা।

লোকমান হোসেন মিয়া জানান, দেশে এখন পর্যন্ত চার কোটি ৬৭ লাখ মানুষকে প্রথম ডোজ এবং তিন কোটি ১৬ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে এমনটা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে। এজন্য ২৮ কোটি ডোজ টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে।

শীতে করোনার প্রকোপ বাড়তে পারে- এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কিন্তু জিরো থেকে শুরু করেছিলাম। এরপর প্রথম ওয়েভ ও দ্বিতীয় ওয়েব মোকাবিলা করেছি। সামনেও যদি এমন পরিস্থিতি আসে আমরা মোকাবিলা করব।

তিনি আরও বলেন, অধিকাংশ হাসপাতালে অক্সিজেন সিস্টেম চালু করে দিয়েছি। সব জায়গায় কাজ চলছে।

এসএইচআর/এমএইচএস