আইওআরএ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন ১২ দেশের অতিথি
আগামী ১৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে আগামী সোমবার ঢাকায় আসছে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী এবং মার্কিন উপ-সহকারী মন্ত্রীসহ ১২ দেশের গুরুত্বপূর্ণ ৫০ অতিথি।
এ সম্মেলনে অস্ট্রেলিয়া, ভারত, চীনসহ অন্তত ২০টি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হবেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের ২১তম সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সম্মেলনের প্রথম দুইদিন আইওআরএ কমিটির জ্যৈষ্ঠ অফিসারদের সভা অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে অর্থাৎ ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এ সম্মেলনে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী এবং মার্কিন উপ-সহকারী মন্ত্রীসহ ১২ দেশের গুরুত্বপূর্ণ ৫০ অতিথি সশরীরে ঢাকায় আসার কথা রয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত, চীনসহ অন্তত ২০টি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বলেও আশা করা হচ্ছে। করোনার প্রভাব এবং ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক ইস্যুসহ নানা কৌশলগত দিক নিয়ে এতে আলোচনা হবে।’
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি মাসে আইওআরএ’র সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ। সভাপতি হিসেবে বাংলাদেশ তিন বছর এই দায়িত্ব পালন করবে। আর শ্রীলঙ্কা নেবে সহ-সভাপতির দায়িত্ব।
জানা গেছে, এ সম্মেলনে অংশ নিচ্ছেন ব্রিটিশ সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের মন্ত্রী লর্ড তারিক আহমেদ অব উইম্বলডন; শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস; তাঞ্জানিয়ার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাসহিমবা মাসহুরি নকী; দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. পেন্ডুর; সোমালিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী মো. আবদিরাজাক মোহামুদ; কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী দইহির দৌল কামাল; মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-সহকারী মন্ত্রী কেলি কেইদারলিং।
আরও থাকছেন, সংযুক্ত আরব আমিরাতের সহকারী মন্ত্রী আবদুল নাসের আল সালি; মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খালিল, মাদাগাস্কারের পররাষ্ট্র সচিব রাতসিমান্দ তাহিরিমিকাদাজা; কেনিয়ার চিফ এডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি আবাবু নামওয়াম্বা সশরীরে অংশ নিচ্ছেন।
এনআই/এমএইচএস