বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক। আগামী ২০ ডিসেম্বর সন্ধ্যার দিকে কুইন্স প্যালেসের হল রুমে এটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মুক্তিযুদ্ধকালে দেশ-বিদেশে সিলেটবাসীর বীরত্বপূর্ণ অবদান, বিদেশি নাগরিকদের সমর্থন সহযোগিতা ও বিশ্বজনমত গড়ে তুলতে যাদের নিঃস্বার্থ অংশগ্রহণ রয়েছে তাদেরকেও সম্মাননা জানানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরও সম্মাননা প্রদান করবেন তারা। 

প্রবাসে সিলেটবাসীর প্রাচীন সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগের মধ্যে রয়েছে, মুক্তিযোদ্ধা সম্মাননা, মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কবিতা আবৃতি, গীতিনাট্য, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ের গান-সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশ।  

গত ২৪ অক্টোবর জালালাবাদ এসোসিয়েশনের নিয়মিত সভায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপ-কমিটি গঠন করা হয়। 

এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকনকে আহ্বায়ক ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শরিফুল হক মনজুকে সদস্য সচিব ও কোষাধ্যক্ষ ময়নুল ইসলামকে সমন্বয়কারী করে এগার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

উপকমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক সহ-সভাপতি মনজুর চৌধুরী জগলু, যুগ্ম আহ্বায়ক সহ-সভাপতি জুসেফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সহ-সভাপতি  শফি উদ্দিন তালুকদার, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন। উপ-কমিটির সদস্যরা হলেন মানিক আহমদ, জামিল আনসারী, শাহিন কামালী, মান্না মুন্তাসির, রোকন হাকিম।

এদিকে গত সাত নভেম্বর, রোববার সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুক্তিযুদ্ধের বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপ-কমিটি এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উদযাপন উপকমিটির আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন। এতে আরও উপস্থিত ছিলেন, সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, জোসেফ চৌধুরী, লোকমান হোসেন, মানিক আহমদ, শাহীন কামালী ও সদস্য সচিব শরিফুল হক মনজু। 

বর্ণাঢ্য অনুষ্ঠানকে সফল করতে সিলেটবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়। সকল মহলের অংশগ্রহণ ও উপস্থিতি নিশ্চিত করতে জোরালো প্রচার প্রচারণা এবং আমন্ত্রণ আব্যহত রাখতে সভায় কমিটির সকলের প্রতি আহ্বান ও অনুরোধ করা হয়।

আইএসএইচ/