মেঘ কেটে কাল দেখা মিলতে পারে সূর্যের
আকাশে মেঘের খেলা/ ছবি : মেহেদী হাসান শিপন
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল ঠান্ডা বাতাস। মেঘের কারণে দেখা মেলেনি সূর্যের। সোমবার কয়েকবার উঁকি দেওয়ার চেষ্টা করেও মেঘের দাপটে তা পারেনি।
তবে মঙ্গলবার এ অবস্থার পরিবর্তন ঘটতে পারে। মেঘ কেটে গেলে মিলতে পারে সূর্যের দেখা। সোমবার রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দীন।
বিজ্ঞাপন
তিনি বলেন, কাল সূর্যের দেখা পাওয়া যেতে পারে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে। আকাশ কিছুটা মেঘলাও থাকতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপটি আগের অবস্থায় আছে। পরবর্তী ধাপে যায়নি।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞাপন
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মধ্য-আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিট ।
পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশে সর্বোচ্চ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যশোরে। সর্বনিম্ন ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।
আরএইচ