বাজার নিয়ন্ত্রণে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানির পর এ চাল যথাযথভাবে বাজারজাত করা হচ্ছে কি না তা তদারকির জন্য জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (২৭ জানুয়ারি) ৮ জেলায় এই নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের ডিসি, এসপি ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের বাজারজাতকরণ বিষয়ে তদারকি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘দেশের খাদ্য নিরাপত্তা জোরদারকরণসহ বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সরকারিভাবে চাল আমদানির পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির জন্য ৩২০টি প্রতিষ্ঠানের অনুকূলে সুনির্দিষ্ট শর্তে বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে আমদানি-কারকরা বোধপ্রাপ্ত চাল ভারত থেকে বেনাপোল, ভোমরা, হিলি, বুড়ি-মারি, সোনা-হাট, চি-লাহাটি, বাংলাবান্ধা, বিবির বাজার এবং বিরল স্থলবন্দরের মাধ্যমে আমদানি শুরু করেছেন।’

এই অবস্থায় আমদানি-কারকদের আমদানি করা চাল যাতে যথাযথভাবে বাজারজাত হয় সে বিষয় মনিটরিং করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।

গত বছরের শেষ দিক থেকে এখন পর্যন্ত সব ধরনের চালের দাম কেজি-প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। এ অবস্থায় তৃণমূলসহ মধ্যম আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এসএইচআর/এইচকে