ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের অনিয়ম বিশ্বকে দেখিয়ে দেব। ভোট ডাকাতির মহোৎসব চলছে, প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে উঠেপড়ে লেগেছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় নগরে পশ্চিম বাকলিয়ার ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্র ভোট দিয়ে তিনি এ কথা বলেন। 

শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে। প্রশাসন কোনো সাহায্য সহযোগিতা করছে না। বিএড কলেজ কেন্দ্রে নারী এজেন্টদের মারধর করা হয়েছে। তাদের কেন্দ্রে ঢুকতেও দেওয়া হয়নি। এত অনিয়ম, তা আপনারা দেখছেন। ভোটের নামে এসব সন্ত্রাস বিশ্বকে দেখিয়ে দেব।

বিএনপির মেয়র প্রার্থী অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত থেকে সারা শহরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। কাউন্সিলর প্রার্থীর বাড়ি বাড়ি গিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেওয়া হয়নি। 

বিএনপির এজেন্ট সুমি আক্তার, শারমিন আক্তার ও নাজমা বেগম অভিযোগ করেন, তাদের মারধর করা হয়েছে। কেন্দ্রে ঢুকতে দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সকালে বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী।


জেডএস