চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ-গুলি, নিহত ১
নিহত আলাউদ্দিন আলুর স্বজনের আহাজারি
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রের বাইরে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন আলু (২৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত লোকজনের ওপর হামলা চালায় ও গুলি ছোড়ে। আলাউদ্দিন আলু ঘটনাস্থলের পাশেই ছিলেন। দৌড়ে পালানোর সময় তার বুকের নিচে গুলি লাগে। মরদেহ বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে রাখা হয়েছে।
নিহত ব্যক্তির বোন জাহানার জানান, ভাই ছিলেন রিকশাচালক। সকাল ৮টার দিকে নাস্তা শেষ করে বাইরে আসে। এ সময় লোকজনকে দৌড়াতে দেখে সেও পালাতে যায়। আমার ভাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না।
বিজ্ঞাপন
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম জানান, ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। বেলা ১২টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে সকালে বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ভোট দিয়ে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
অন্যদিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার প্রত্যয় ব্যক্ত করে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের অনিয়ম বিশ্বকে দেখিয়ে দেব। ভোট ডাকাতির মহোৎসব চলছে, প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীকে জেতাতে উঠেপড়ে লেগেছে।
ভাইয়ের হাতে ভাই খুন
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন চলাকালে নগরের পাহাড়তলীতে আপন ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে পাহাড়তলীর পশ্চিম নাসিরাবাদ বার কোয়ার্টার এলাকায় খুনের এ ঘটনা ঘটে। দুই ভাই চসিক নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করতেন। পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।
নিহতের নাম নিজাম উদ্দীন মুন্না। তিনি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবের আহমদের সমর্থক ছিলেন। খুনের দায়ে অভিযুক্ত তার ভাইয়ের নাম সালাউদ্দীন কামরুল। তিনি ১২নং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
মেয়র পদে ৭ প্রার্থী
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মোট ৭ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর, বাংলাদেশে ইসলামী ফ্রন্টের এমএ মতিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী। অন্যদিকে, ৪১টি সাধারণ ওয়ার্ডে ১৭২ জন কাউন্সিলর প্রার্থী এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
চট্টগ্রাম সিটিতে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন এবং নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। এ নির্বাচনে ৪০টি ওয়ার্ডে ৭৩৫টি ভোটকেন্দ্র এবং ৪ হাজার ৮৮৬টি বুথ রয়েছে।
জেডএস