চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি নিজের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। প্রতিবাদে নির্বাচন বর্জন করেছেন তিনি।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় লালখানবাজার মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনোয়ারা বেগম মনি। এসময় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তিনি অভিযোগ করেন, সরকার দলীয় সংগঠনের নেতাকর্মীরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। নিজের ভোটই দিতে পারিনি। আমার এজেন্টদের মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের ওপর হামলা হয়েছে। এখনই এ নির্বাচন স্থগিত করতে হবে।

বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালী আটক
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনার পর বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করেছে পুলিশ।

দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ইসমাইল বালীকে আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।

বিএনপির নির্বাচনী সেলের সদস্য সচিব ইদ্রিস আলী বলেন, পাথরঘাটা ওয়ার্ডের ইসমাইল বালি ভাইকে আটক করা হয়েছে। ভোটকেন্দ্রে বিভিন্ন অনিয়মের কারণে লালখানবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি ভোট বর্জন করেছেন।

কেন্দ্রের বাইরে সংঘর্ষ-গুলি, নিহত ১
চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল কেন্দ্রের বাইরে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন আলু (২৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডএস