পুলিশে করোনামুক্ত ৯৯ শতাংশ সদস্য
লকডাউন নিশ্চিতে কঠিন সময় পার করতে হয়েছিলো পুলিশ সদস্যদের
করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা, সামাজিক দূরত্ব ও জনগণের সুরক্ষা নিশ্চিতে শুরু থেকেই সরাসরি মাঠপর্যায়ে কাজ করেছে পুলিশ সদস্যরা। মহামারি চলাকালীন একক বাহিনী হিসেবে সর্বোচ্চ সংখ্যক সদস্য করোনায় আক্রান্ত হয়েছে পুলিশেই।
পুলিশ সদর দফতর বলছে, বুধবার (২৭ জানুয়ারি) পর্যন্ত বাংলাদেশ পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৯৯৪ জন। তবে আশার কথা হচ্ছে এদের মধ্যে প্রায় ৯৯ শতাংশই অর্থাৎ ১৮ হাজার ৭৮৫ সদস্য করোনা থেকে মুক্তি লাভ করেছেন।
বিজ্ঞাপন
সূত্র থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ডিএমপিতে। এ বিভাগের মোট ৩ হাজার ২০২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আর এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও করোনা পরবর্তী শারীরিক জটিলতায় মারা গেছেন ৮৫ পুলিশ সদস্য।
পুলিশ বলছে, বৈশ্বিক মহামারি করোনায় সরকারের নির্দেশে লকডাউন, সামাজিক দূরত্ব ও জনগণের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার কাজও করতে হচ্ছে পুলিশকে। যে কারণে দ্রুতই সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, শুধুমাত্র বাহিনী নয়, একক পেশা হিসেবেও পুলিশে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা সর্বোচ্চ। সুস্থ হওয়া পুলিশ সদস্যরা জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবায় আক্রান্ত হওয়া প্রায় ৯৯ শতাংশ সদস্য সুস্থ হয়েছেন।
সর্বশেষ গত সোমবার (২৫ জানুয়ারি) কোভিড-১৯ পরবর্তী শারীরিক জটিলতার কারণে মারা গেছেন বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার ইসরাত জাহান তন্বী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি ১১ এপিবিএন। উত্তরাতে কর্মরত ছিলেন এ কর্মকর্তা।
সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের ৩৪তম বিসিএস ব্যাচের মেধাবী এ কর্মকর্তা সরকারি দায়িত্ব পালনকালে সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হোন। তিনি করোনাকে জয় করে পুনরায় কাজে যোগ দেন। কিন্তু করোনা ফুসফুস সংক্রামিত হয়ে যায়। চিকিৎসা নিয়ে সুস্থ হলেও পরবর্তী সময়ে একে একে তার শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে সর্বশেষ গত ১৬ জানুয়ারি তাকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এএসপি ইসরাত জাহান তন্বী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, তরুণ ও মেধাবী এ পুলিশ কর্মকর্তার এমন অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ গভীর শোক জানিয়েছেন।
উল্লেখ, ইসরাত জাহান তন্বী ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১১ এপিবিএন, উত্তরাতে যোগদানের পূর্বে তিনি মানিকগঞ্জ জেলায় সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) হিসেবে কর্মরত ছিলেন।
জেইউ/এমএইচএস