দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত বৈঠকে বসছে ঢাকা-মালে
মালদ্বীপের পররাষ্ট্র সচিব আবদুল গফুর মোহাম্মদের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ও মালের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত স্মারকের অধীনে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ নভেম্বর) মালদ্বীপের সানঅনলাইন ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র সচিব দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার মালদ্বীপে পৌঁছেছেন। এ সফরের উদ্দেশ্য হলো, চলতি বছরের মার্চে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত স্মারকের অধীনে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনায় বসা।
আলোচনায় দুই পররাষ্ট্র সচিব দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি উভয় দেশের স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া ঢাকা ও মালের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হবে।
বিজ্ঞাপন
এ সফরে মাসুদ বিন মোমেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, অর্থমন্ত্রী ফাইয়াজ ইসমাইল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিলের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সফরে সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।
এনআই/এমএইচএস