ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ভাস্কর্য ইস্যুতে আলেমদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ইস্যুতে তারা কোনো রকমের আন্দোলন না করার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে হেফাজতের সঙ্গে আলোচনা পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞাপন
ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামের নেতাসহ কওমি আলেমরা আন্দোলনে নামে। এরমধ্যে গত ৪ ডিসেম্বর রাতের কোনো একসময় কুষ্টিয়া পৌরসভার পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।
ভাস্কর্য ইস্যুতে আন্দোলনে যাবেন না আলেমরা- এমন আশাব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ধোলাইপাড়ে ভাস্কর্য থাকবে না এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পাঁচ দাবি আলোচনার মাধ্যমে তারা শেষ করতে চান। এগুলো সংবিধানবিরোধী হলে তা মানার শক্তি আমাদের নেই। আমরা সংবিধানের বাইরে যাবো না। আমরা কারো ধর্মীয় সেন্টিমেন্টেও আঘাত করতে চাই না। আলোচনার মাধ্যমে শেষ করতে চাই।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব কথাবার্তা তাদের আলাপের মাধ্যমে বেরিয়ে আসছে, সেগুলোর সবই আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব। তারাও হৃদয় দিয়ে ধারণ করেন- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতাকে। তারাও স্বীকার করেন, আমাদের প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান, তার ঈমানি দায়িত্ব যেগুলো সেগুলো তিনি পালন করে যাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘ আলাপ-আলোচনার মাধ্যমে এইটুকু সিদ্ধান্ত হয়েছে যে, আমরা আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্য যেটুকু হয়েছে আরও যেসব প্রশ্ন আছে, ঐকমত্যের মাধ্যমে শেষ করতে পারব, ইনশাআল্লাহ। তাদের পাঁচটি প্রস্তাবের সবগুলো নিয়েই আলোচনা হয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, গত ৫ ডিসেম্বর সারাদেশের শীর্ষস্থানীয় আলেমরা মাহমুদুল হাসানের ডাকে একত্রিত হয়েছিলেন। সেখানে তারা অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছিলেন। প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি তারা পাঠিয়েছিলেন এবং সেই চিঠির কপিও তারা আমাদের দিয়েছেন। সেটার বিষয়ে আলাপ-আলোচনা ফলপ্রসূ হয়েছে।
‘সিদ্ধান্ত এই রকম- আমরা যেসব আলাপ করেছি, এগুলো নিয়ে আরও আলোচনা হবে। আমরা মনে করি, আলাপের মাধ্যমে সব সমস্যা সমাধান সম্ভব। ঐকমত্যে পৌঁছাতে পারবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধানমন্ডিতে আমার বাসভবনে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি ও আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে দেশের ১২ জন শীর্ষস্থানীয় আলেম একসঙ্গে বসি এবং মতবিনিময় করি। সেই সভায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা মাহফুজুল হক, ওবায়দুল রহমান নদভী, মাওলানা মো. নুরুল ইসলামসহ ১২ জন আলেম উপস্থিত ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী (ফরিদুল হক খান), ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।
এমআই/এসএম