নাইজেরিয়ার নতুন রাষ্ট্রদূত মাসুদুর রহমান
মো. মাসুদুর রহমানকে নাইজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে ঢাকার হয়ে চীনের বেইজিং মিশনে মিনিস্টার এবং ডেপুটি চিপের দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
কূটনীতিক মাসুদুর রহমান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে মস্কো, মানামা, টোকিও ও দুবাইয়ে মিশনে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
মাসুদুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক বিষয়ে বিএসসি সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত মাসুদুর রহমান দুই সন্তানের জনক।
এনআই/জেডএস