চট্টগ্রামের লোহাগড়ায় চুনতি ফরেস্ট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মো. সায়েম (১০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঢাকা পোস্টকে বলেন, বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট গেট এলাকায় এক সাইকেল আরোহীকে কার্ভাডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সায়েম নামে একজন মারা যায়। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

নিহত সায়েম চুনতি তাজভীদুল কুরআন হিফজখানা ও একাডেমির হেফজ বিভাগের ছাত্র। সে চুনতি বাগান পাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে,  সায়েম মাদরাসা থেকে ছুটিতে আসে বাড়িতে। বিকেলে বাড়ির মিস্ত্রির সাইকেল নিয়ে কাউকে না বলে মহাসড়ক চলে যায়। 

এদিকে চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় সিটি করপোরেশন গাড়ির ধাক্কায় সুজন (৬০) নামে এক পথচারী আহত হয়েছেন। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দেওয়ানহাট ব্রিজের নিচে সিটি করপোরেশন গাড়ির ধাক্কায় আহত এক পথচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সিটি করপোরেশনের গাড়িটি সড়ক বাতি সংস্কারের কাজে নিয়োজিত ছিল। 

কেএম/এসকেডি