শীতের দাপট চলবে আরও কয়েকদিন
আগামী ২৪ ঘণ্টায় শীতের তীব্রতা কিছুটা কমবে, এরপর আবার বাড়তে থাকবে
গেল কয়েকদিন ধরেই সারাদেশের আবহাওয়া পরিস্থিতি মূলত একই রকম যাচ্ছে। কোথাও দুই চার মিনিট দাঁড়াতেই শিশিরে গা ভিজে যাওয়ার উপক্রম হচ্ছে। কনকনে শীতে ঘরের বাইরে বের হওয়াটাই কঠিন হচ্ছে মানুষের জন্য।
শীত আর কুয়াশার সাথে শৈত্যপ্রবাহ যোগ হওয়ায় দেশজুড়ে এ পরিস্থিতির তৈরি হয়েছে। সারাদেশের আবহাওয়া পরিস্থিতি জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকবে। তবে এবারের শৈত্যপ্রবাহের সাথে বৃষ্টি নামার সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শীতের তীব্রতা কিছুটা কমবে। এরপর আবার বাড়তে থাকবে।
বিজ্ঞাপন
তিনি জানান, মাঘমাস জুড়ে আবহাওয়া পরিস্থিতি এমনই থাকবে। তেমন কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে গিয়ে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় মোড়ানো থাকবে দেশের অধিকাংশ এলাকা। বিশেষ করে নদী ও ফাঁকা মাঠ জুড়ে থাকবে কুয়াশার রাজত্ব। রাস্তাতে যান চলাচলেও বেশ কঠিন হয়ে পরবে। দুপুরের পর থেকে কুয়াশা কম দেখা যাবে। আবার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকবে কুয়াশা।
বিজ্ঞাপন
শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুরসহ পুরো রংপুর বিভাগ, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন অঞ্চল দিয়ে মৃদু আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর-পশ্চিম উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.। সন্ধ্যা ৬টা পর্ন্ত ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬০ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকবে।
একে/এনএফ