ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়। 

আদেশে ঢাকা কার্যালয়ের পার্সোনালাইজেশন সেন্টারের মহির উদ্দিন সেখকে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে, বরিশালের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের ডিডি মো. কামাল হোসেন খন্দকারকে রাজশাহীতে একই পদে, ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের মো. নূরুল হুদাকে কুমিল্লায়, নোয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ নূরুল হুদাকে যশোরে, ময়মনসিংহের মো. হাফিজুর রহমানকে বরিশালে এবং যশোরের উপ-পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনকে ময়মনসিংহে বদলি করা হয়েছে।

এছাড়াও পৃথক একটি আদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত উপ-পরিচালক বিলকিস আফরোজা সিদ্দিকাকে ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে বদলি করা হয়েছে। উভয় আদেশ অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এআর/এইচকে