গুলির উৎস খুঁজতে গিয়ে অস্ত্রের কারখানার সন্ধান
উদ্ধার করা অস্ত্র - ছবি : ঢাকা পোস্ট
চট্টগ্রাম ডবলমুরিং থানার পাঠানটুলিতে গোলাগুলির উৎস খুঁজতে গিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় পাঠানটুলির বংশাল পাড় এলাকায় এই কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় দেশীয় তৈরি দুটি এলজি ও বিপুল পরিমাণ অস্ত্রসহ মেহেরুন নেছা মুক্তা (২৯) নামে এক নারীকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাঠানটুলি থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। গোলাগুলির শব্দের উৎস জানতে গিয়ে অস্ত্র তৈরির এই কারখানার খোঁজ মেলে। এ সময় দুটি এলজি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ কারখানাটি ঘিরে রেখেছে। এ বিষয়ে আজ শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে পুলিশ।
ডবলমুরিং থানার পাঠানটুলিতে প্রায় সময় খুনাখুনির ঘটনা ঘটে। চট্টগ্রামের এই এলাকায় সন্ত্রাসীদের বিচরণ বেশি। তুচ্ছ ঘটনায় এখানে হত্যার ঘটনাও কম নয়। সর্বশেষ গত ১২ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজগর আলী বাবুল নামে একজন নিহত হন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম/এইচকে