রোহিঙ্গাদের তৃতীয় দল ভাসানচরের পথে
শুক্রবার ও শনিবার দুই দিনে ৩ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে
চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে ভাসানচরে নতুন আবাসস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে যাত্রা শুরু করেন তারা।
গতকাল ৩৮টি বাসে করে ৩৫৩ পরিবারের ১ হাজার ৭৮০ জনকে চট্টগ্রামে আনা হয়। এদের মধ্যে দুইজন অসুস্থ থাকায় তারা রওয়ানা দেননি। বাকি ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা রাতে চট্টগ্রামে অবস্থান করার পর ভাসানচরের উদ্দেশে সকালে যাত্রা শুরু করেছেন।
বিজ্ঞাপন
এদিকে আজ আরও ১ হাজার ৩০০ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে পাঠানা হচ্ছে, সেখান থেকে তাদের নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হবে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা।
তিনি বলেন, শুক্রবার ও শনিবার দুই দিনে ৩ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। উখিয়া কলেজ মাঠ ও বালুখালী ক্যাম্প থেকে চট্টগ্রাম হয়ে তাদের ভাসানচরে নেওয়া হবে।
বিজ্ঞাপন
বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সকাল ৯টার দিকে এক হাজার ৭৭৮ জন রোহিঙ্গাকে ভাসারচরের উদ্দেশে পাঠানো হয়েছে। দুইজন অসুস্থ থাকায়, তাদের শনিবার সকালে পাঠানো হবে।
এর আগে ২০২০ সালের ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
মিয়ানমার থেকে বিতাড়িত এই রোহিঙ্গাদের আবার দেশে পাঠানোর জন্য বাংলাদেশে চেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরেই। তারপরও তাদের মিয়ানমার ফেরত পাঠানো সম্ভব হয়নি। আন্তর্জাতিকভাবেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বারবার কথা হলেও দেশটির তরফ থেকে তাদের ফেরতা নেওয়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।
এদিকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আপত্তি রয়েছে। তারা বলছে, রোহিঙ্গাদের স্বেচ্ছ্বায় স্থানান্তর করতে হবে। কিন্তু এটা মানা হচ্ছে কি-না তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।
তবে বাংলাদেশ বারবারই বলছে, রোহিঙ্গাদের যারা স্বেচ্ছ্বায় ভাসানচরে যেতে রাজি হয়েছেন, তাদেরকেই শুধু নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সরকার এক লাখের মতো রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচরে স্থানান্তরের চিন্তা রেখেছে বলে জানা যায়।
এনএফ