চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের বিজনেস ক্লাবের আয়োজনে বারকোড রেস্টুরেন্ট গ্রুপ প্রেজেন্টস ‘প্রথম ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড’ শুরু হয়েছে। অলিম্পিয়াডে নবম শ্রেণি শুরু করে অনার্স দ্বিতীয় বর্ষের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। 

অংশগ্রহণকারীদের সেকেন্ডারি লেভেল- নবম শ্রেণি-এসএসসি পরীক্ষার্থী (২০২১ এবং ২০২২ সাল), উচ্চ মাধ্যমিক লেভেল- একাদশ শ্রেণি-এইচএসসি পরীক্ষার্থী (২০২১ এবং ২০২২) ও অনার্স লেভেল - প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

আগ্রহীদের গুগল ফর্মে রেজিস্ট্রেশন করে বাছাই পর্বে অংশগ্রহণ করতে হবে। এছাড়াও ইভেন্ট দেখতে ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড ভিজিট করতে হবে।

ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা প্রচলিত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের বাইরে জীবনকে দেখতে সক্ষম হবে। এই অলিম্পিয়াডের লক্ষ্য শিক্ষার্থীদের করপোরেট জগতের জটিলতা বুঝতে এবং তাদের পরিচালনামূলক, বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা।

অলিম্পিয়াডে পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (সিসিপিসি) এবং বারকোডসহ গ্লোবাল পিলানত্রোপিক প্লানেট (জিপিপি) ফাউন্ডেশন ও মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিস লিমিটেড।

এমএইচএস