১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১০২তম ড্র ৩১ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’য়ে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি, ১০ হাজার টাকার ৪০টি সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

১ ফেব্রুয়ারি (সোমবার) সব জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়। প্রতিবছরে ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর লটারি ড্র হয়।

বাংলাদেশে প্রথম ১৯৭৪ সালে ১০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড চালু হলেও বর্তমানে শুধু ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড রয়েছে।

এসএইচআর/ওএফ