লাগাতার শীত থেকে কিছুটা রেহাই মিলবে সপ্তাহের মাঝামাঝিতে। তবে শনিবার (৩০ জানুয়ারি) দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহ মাঝারি বা তীব্র আকারে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কমতে পারে তাপমাত্রা। রোববার থেকে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে শনিবার কিছুটা পরিবর্তন হবে। বিভিন্ন অঞ্চলে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে বলে মনে হচ্ছে।

তিনি জানান, তবে শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহজুড়ে থাকলেও তাপমাত্রা খুব বেশি উঠানামা করবে না। ফেব্রুয়ারি মাসের তিন থেকে চার তারিখের মধ্যে শৈত্যপ্রবাহ শেষ হবে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের দাপট থাকবে। পরে আর তেমন কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখতে পাচ্ছি না।

শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার মধ্যে রয়েছে রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা। এসব অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরে তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারাদেশের তাপমাত্রার কোনো পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি.মি. আর বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬১ শতাংশ।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

একে/ওএফ