পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বুধবার (২৭ জানুয়ারি) আভিযান চালানোর সময় স্থানীয় সশস্ত্র বিদ্রোহীরা বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর আইইিডি বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি এলএভি (সাজোয়া বহর) আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে তিন শান্তিরক্ষী আহত হন। আহতরা হলেন- ল্যান্স কপোরাল আলীমুজ্জমান, সৈনিক মো. মোস্তাফিজুর রহমান ও সৈনিক সাইদুল আলম।  

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শান্তিরক্ষীদের বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য সেনেগালের ডাকার শহরে জাতিসংঘের হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সন্ত্রাসীদের এ আক্রমণ বাংলাদেশি শান্তিরক্ষীরা পাল্টা আক্রমণের মাধ্যমে বিদ্রোহীদের প্রতিহত করে। তারা পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশিদের এই বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযান মিশন সদর দপ্তরসহ সর্বমহলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। মালিতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

এনএম/ওএফ