অ্যাপসের মাধ্যমে ডিএনসিসির স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি ‘সবার ঢাকা’ অ্যাপসের মাধ্যমে ডিএনসিসির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব’ এর ১৪তম দিনে মঞ্চ নাটকের পূর্বে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
আতিকুল ইসলাম বলেন, সবার ঢাকা অ্যাপসটির মাধ্যমে যেকোনো নাগরিক তার এলাকার রাস্তা, মশা, সড়ক, বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা প্রভৃতি বিষয়ে মতামত কিংবা সমস্যার কথা সরাসরি তুলে ধরে দ্রুত সময়ের মধ্যেই সমাধান পাচ্ছেন।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানী ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
বিজ্ঞাপন
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এএসএস/এসকেডি