অস্ত্র-গুলিসহ ৬ অপহরণকারী গ্রেপ্তার
রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ।
বিজ্ঞাপন
রোববার (৩১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, রোববার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
জেইউ/ওএফ
বিজ্ঞাপন